আধুনিকতার এই যুগে অনলাইন ব্যবসার ক্ষেত্রে আমাদের মধ্যে শতকরা ৯০ ভাগ মানুষের বিজনেস সম্পুর্নরূপে ফেসবুক পেজ নির্ভর। তাই ফেসবুক পেজটা সাজাতে হবে প্রফেশনাল, সুন্দর ও গোছালো ভাবে। কথায় আছে আগে দর্শনদারী পরে গুনবিচারী। আমাদের দেশের বেশিরভাগ মানুষই জানেনা তাদের ফেসবুক বিজনেস পেজটা কীভাবে সাজাবে, কেমন করে প্রফেশনাল লুক নিয়ে আসবে পেজে।  এই আর্টিকেলে ফেসবুক বিজনেস পেজ কীভাবে সাজাবেন তা নিয়ে আলোচনা করবো পর্যায়ক্রমে।



ফেসবুক পেজ সাজাতে পর্যায়ক্রমে আমাদের কাজ সম্পন্ন করা লাগে। যেমনঃ

 

প্রথম স্টেপঃ

১. লোগো নির্বাচন

২. পেজের কাভার ফটো বা ভিডিও নির্বাচন

৩. শপ ইনফোতে পেজের ডিটেইলস লেখা

৪. বাটন সেট করতে হবে

৫. হোয়াটসঅ্যাপ কানেক্ট করা

৬. অটো মেসেজ সেট করা

৭. পেজে ডেইলি ২ টা অথবা সপ্তাহে ১০ টা পোস্ট করা

৮. ফ্রেন্ডলিস্টের সবাইকে পেজ লাইক বা ফলোয়ারের জন্য ইনভাইট করুণ


দ্বিতীয় স্টেপঃ

১। ফেসবুক পেজ প্রমোট করা

২। পোস্ট বুস্ট করা

৩। ফেসবুকে লাইভ করুন

৪। প্রোডাক্টের সঠিক তূথ্য বা রিভিউ লিখুন

৫। কাস্টমার এর সাথে ফ্রেন্ডলি আলাপ করুন

৬। অফার দিন

৭। প্রডাক্ট ডেলিভারির পর কাস্টমার এর কাছ থেকে রিভিউ নিন যে তিনি খুশি কিনা


তৃতীয় স্টেপঃ

১। এবার একটা ওয়েবসাইট তৈরি করার সিদ্ধান্ত নিন

২। ডোমেইন ও হোস্টিং কিনুন

৩। যদি টাকার সমস্যা হয়, বেসিক একটা ওয়েবসাইট তৈরি করে রাখুন, আর বাজেট থাকলে একটা প্রফেশনাল কাউকে দিয়ে সুন্দর একটা ই-কমার্স সাইট তৈরি করে ফেলুন।

৪। পেজ থেকেই ওয়েবসাইটকে প্রমোট করুণ ও গুগল অ্যাডওয়ার্ডসে অ্যাড দিন।

৫। ওয়েবসাইটে সবগুলো প্রডাক্ট সুন্দর করে সাজান

৬। ওয়েবসাইটে অফার নামে একটা পেজ রাখুন

৭। ওয়েবসাইটকে গুগল, বিং, বাইদু, ইয়ানডেক্স-এ ইনডেক্স করুন


আশা করি লেখাটা পড়ে উপকৃত হয়েছেন, ভালো পোস্টটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। ধন্যবাদ।