কম্পিউটার আমাদের দৈনন্দিন জীবনের একটা বড় গুরুত্বপূর্ণ অংশ। কম্পিউটার পরিচালনার জন্য  দরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় সফটওয়্যার। এটা নিঃসন্দেহে আমাদের অনেক বড় বড় জটিল কাজকে সহজ করে দিয়েছে। কেননা এসব সফটওয়্যার আমাদের প্রতিদিনের কাজকে আরও সহজ করে তুলে আমদের কাজের গতিকে বাড়িয়ে দেয়। এমন অনেকে আছেন যারা কম্পিউটার ছাড়া একদিনও চলতে পারেন না, আর এটাই হলো আমাদের আধুনিক যুগের বাস্তবতা। কেউ কেউ আছেন প্রফেশনাল ব্লগার, ফ্রিলান্সার, প্রফেশনাল গেমার, ওয়েবসাইট ডিজাইনার, কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর। কম্পিউটার পরিচালনা সহজ করতে কাজের গতি বাড়াতে দৈনন্দিন প্রয়োজনীয় এমন টি  ফ্রি সফটওয়্যার সর্ম্পকে জানবো।



  1. উইনরার -Winrar (File Extractor & Compressor)
  2. এন্টিভাইরাস ব্যবহার করা (Antivurus)
  3. বাংলা টাইপিং (Bangla Typing Software)
  4. ব্রাউজিং (Browser Software)
  5. আই.ডি.এম সফটওয়্যার (IDM/Internet Download Manager)
  6. ভিডিও প্লেয়ার (Video Player)
  7. মাইক্রোসফট অফিস (Microsot Office)

নিচে প্রত্যেকটি সফটওয়্যারের বিবরণ দেওয়া হলো:-

উইনরার -Winrar (File Extractor & Compressor)

এটা একটি জিপ  বা ডাটা কম্প্রেসর সফটওয়্যার। সাধারণত  এই সফটওয়্যার দিয়ে অনেকগুলো ফাইলকে একটা ফাইলে রুপান্তর করে রাখা যায় বা শেয়ার করা যায়। কোন ফাইল যদি জিপ করে রাখা হয় তাহলে সেটা কখনো নষ্ট হয় না এবং যখন প্রয়োজন তখন তা আবার এক্সট্রাক্ট বা আনজিপ করে ব্যবহার করা যায়। 

বেশিরভাগ ফ্রি সফটওয়্যার, গেমস ও বিভিন্ন প্রয়োজনীয় ফাইল যখন আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করি তখন এগুলো একটা ফাইল আকারে থাকে বা কম্প্রেস অবস্থায় থাকে। আর এগুলোকে এক্সট্রাক্ট করে এর ভিতরের ফাইলে প্রবেশ করতে হয়। এটা দিয়ে যেমন অনেক গুলো ফাইল আমরা একটা ফাইল করে কম্প্রেস করে রাখি, ঠিক তেমনি আবার যখন আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করি তখন এগুলো একটা ফাইল আকারে থাকা ফাইলকে এক্সট্রাক্ট করে ফাইলটির ভিতরের প্রবেশ করি।  সুতরাং, এই সফটওয়্যারটি বাধ্যতামূলক।