বর্তমান আধুনিক যুগে একটি ফেসবুক পেজের মাধ্যমে আপনি আপনার ব্যবসা কে খুব সহজেই সম্প্রসারিত করতে পারেন। এই ব্যবসা শুধু লোকালি নয়, ফেসবুক বিজনেস পেজ তৈরি করার মাধ্যমে অনেক দূরের কাস্টমার এর সাথে আপনি খুব সহজেই আপনার ব্যবসাকে পরিচালনা করতে পারেন।  নিজের বিজনেসকে অনলাইন ফেসবুক পেজ দ্বারা জনসমক্ষে প্রচার করতে চান,কিন্তু বুঝতে পারছেন না কিভাবে ফেসবুক পেজ তৈরি করবো? আপনার এই ধরণের চিন্তা ভাবনা দূর করে দিবে এই লেখাটি পড়ার মাধ্যমে।




একটি ফেসবুক পেজ তৈরি করা তেমন কোনো কঠিন কাজ নয়।  কয়েকটি বিষয় কে অনুসরণ করার মাধ্যমে খুব সহজেই আপনি একটি ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে পারবেন নিজেই।

বর্তমানে ২৬০ কোটিরও বেশি মানুষ ফেসবুক ব্যবহার করে থাকে। এর ভিতরে 1 কোটিরও বেশি মানুষ বিজনেস প্ল্যাটফর্মে সফলভাবে সংযুক্ত রয়েছে।

ফেসবুক পেজ আমাদের পার্সোনাল ফেসবুক একাউন্ট থেকে পুরোপুরি আলাদা হয়ে থাকে। আপনি নিজের ফেসবুক পেজ থেকে নিজের ব্র্যান্ডকে প্রোমোট করতে পারবেন খুব সহজেই।ফেসবুক বৃহৎজনগোষ্ঠীর কাছে আপনার ব্র্যান্ড কে প্রচার করার জন্য এই বিজনেস পেজ তৈরি করেছে।

এখানে এমন অনেক ফীচার আছে যার সাহায্যে আপনি আপনার পেজকে খুব সহজেই  আরো গ্রো করতে পারবেন। যেমনঃ-  Post Scheduling, Analytics Report, Advertising, Audience Target, Connect other social media etc .

একটি ফেসবুক পেজ তৈরি করতে গেলে প্রথমেই আপার যেটা প্রয়োজন সেটা হলো আপনার একটি ফেসবুক একাউন্ট লাগবে। যদি আপনি কম্পউটার বা ল্যাপটপ অর্থাৎ পিসি ব্যবহার করেন তবে এক্ষেত্রে আপনি যেকোনো একটি ব্রাউজার ( Chrome/Firefox বা অন্য কোনো ব্রাউজার ) open করে ফেসবুক এ আপনার আইডিতে লগইন করুন।

এবার আমার ইনস্ট্রাকশন অনুসরন করে আপনার ফেসবুক বিজনেস পেজ তৈরি করবার জন্য প্রস্তুত হয়ে যান। ফেসবুক পেজে সাইন আপ করার পর প্রথমে আপনি এই লিংকে যেতে পারেন -  https://www.facebook.com/pages/create  বা আপনার ফেসবুক প্রোফাইলের উপরের দিকে  মেনুবার থেকে এ create নিউ পেজ পেজ অপশনে যান। সেখানে ক্রিয়েট এ নিউ পেজ অপশন ক্লিক করলেই আপনি নতুন প্রেস ক্রিয়েট করার সমস্ত অপশন দেখতে পাবেন।