Random Posts

চোখের নিচের কালো দাগ/ডার্ক সার্কেল দূর করুন খুব সহজে

ডার্ক সার্কেল সমস্যার সহজ সমাধান এখন ঘরে বসেই

চোখের নিচে ডার্ক সার্কেল হওয়ার পেছনে রয়েছে অনেক কারণ রাত জাগা, পর্যাপ্ত ঘুম না খাওয়া, অনিয়ম, পর্যাপ্ত সুষম খাবার না খাওয়া,মনের মধ্যে অতিরিক্ত চিন্তা, এই সকল সমস্যা থাকলে ডার্ক সার্কেল নিয়ন্ত্রণে রাখতে একটু অসুবিধা হয়। ছাড়া  জিনগত কারণেও অনেকে সমস্যায় ভোগেন। পর্যাপ্ত ঘুমের অভাবে চোখের তলায় কালো দাগ দেখা দেয়। 

সকল সমস্যা দূরীকরণে ভিটামিন কে রেটিনলযুক্ত আন্ডার আই ক্রিমের ব্যবহারই বেশি হয়ে থাকে। আর এই উপাদান দুটি আমাদের চোখের ফোলা কালিভাব কমাতে সহায়তা করে।কিন্তু যাঁদের ত্বক অনেক স্পর্শকাতর,তাদের কেমিক্যালযুক্ত পণ্য ব্যবহার করতে একটু ভয় পেতে হয়।

কারণ, ধরনের পণ্যে বিভিন্ন সাইড ইফেক্ট অনেক সময় অ্যালার্জি ্যাশের মতো প্রবলেমও দেখা দেয়। সুতরাং, ক্ষেত্রে কার্যকরী সহজ উপায় হলো ঘরোয়া সল্যুশন। এছাড়াও কিছু ঘরোয়া উপায় রয়েছে, যার সাহায্যে আপনারা সহজেই এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।


আসুন জেনে নেয়া যাক চোখের নিচে কালো দাগ দূর করার সহায়ক গুরুত্বপূর্ণ উপাদানগুলো সম্পর্কেঃ


শসার রস+লেবুর রসঃ- চোখের নিচে কালি দূর করতে শশা এবং লেবুর সংমিশ্রণ অত্যন্ত কার্যকর। শসা কুচি করে কেটে এবং লেবুর রস মেশান পরিমান মতো। এরপর চোখের নিচ দিয়ে ১৫-২০ মিনিট রাখতে হবে। এক্ষেত্রে চোখের নিচে লাগানোর জন্য তুলার বলের ব্যবহারও করতে পারেন।  লেবুর রস যাতে চোখে না ঢুকে যায় সেদিকে খেয়াল রাখবেন। ১৫ থেকে ২০ মিনিট পর গরম পানি দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে ফেলুন। শসায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি চোখের নিচের কালো দাগ দূর করতে সাহায্য করে।

আলুঃ- ত্বকের কালো দাগ দূর করতে আলু খুব বেশি কার্যকর। আলু থেঁতলে বা কুচি কুচি করে  চোখের ওপর ১০-১৫ মিনিট রাখতে পারেন। এরপর ঠান্ডা পানি দিয়ে চোখ ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারের মাধ্যমে চোখের নিচের কালো দাগ দূর হয়ে যাবে ইনশাল্লাহ।




Post a Comment

0 Comments